পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আজ রোববার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আইজি আবু হাসান মুহাম্মদ তারিককে (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা) স্বরাষ্ট্র মন্ত্রণায়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহানকে ঢাকার পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত পুলিশ কমিশনার সফিজুল ইসলামকে অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জে, অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে সারদা, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদা, অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলামকে ঢাকা পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে ঢাকা পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শহিদ উল্লাহকে পুলিশ সুপার নৌ-পুলিশ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল হককে পুলিশ সুপার রেলওয়ে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে উপপুলিশ কমিশনার ডিএমপি, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ সুপার হাইওয়ে, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে উপপুলিশ কমিশনার ডিএমপি, পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডিতে, পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে উপপুলিশ কমিশনার চট্টগ্রাম, উপপুলিশ কমিশনার মো. আবু তারেককে পুলিশ সুপার সিআইডি, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. জহুরুল হককে অতিরিক্ত পুলিশ সুপার পিআইবিতে, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এ কে এম মনিরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার পিআইবিতে এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ফাল্গুনী নন্দীকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএনে বদলি করা হয়েছে।