চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা সর্তাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। উত্তর জেলা বিএনপির নেতা প্রয়াত মহিউদ্দিন আহমদের কবর জিয়ারতে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার। তার সঙ্গে কর্মী-সমর্থকরাও ছিলেন। এ সময় গোলাম আকবর খন্দকারের গাড়িটি ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। আহত গোলাম আকবর খন্দকারকে চট্টগ্রামের একটি মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাউজান উপজেলায় বিএনপির এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। বিশেষ করে সরকার পরিবর্তনের পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগেই ছিল, যার কারণে হতাহতের সংখ্যা বাড়ছে। গত কয়েক মাসে রাউজানে বেশ কয়েকজন খুন হয়েছেন, যাদের মধ্যে অনেকে রাজনৈতিক কারণে নিহত হয়েছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘রাউজানের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনও কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।