মাইলস্টোন শিক্ষার্থী মাহিয়ার কবরে বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধাঞ্জলি
 
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছেন বিমান বাহিনীর কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল জয়পুরে মাহিয়ার কবর জিয়ারত করে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আত্মার মাগফিরাত কামনা করে। এ সময় মাহিয়ার পরিবারের সদস্য ও স্থানীয়রা সেখানে উপস্থিত ছিলেন।
বিমান বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ‘মাহিয়া ছিল একটি সম্ভাবনাময় কিশোরী। তার অকালমৃত্যু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি ও পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’
গত ২৮ জুলাই রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে আগুনে দগ্ধ হয় মাহিয়া মারিয়া। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই রাতে সে মারা যায়।
পরের দিন সকালে মাহির মরদেহ প্রথমে নেওয়া হয় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে—যা ছিল মাহিয়ার পৈতৃক নিবাস। পরে শুক্রবার সকালে মরদেহ আনা হয় মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে, তার নানাবাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।
এই দুর্ঘটনায় জাতীয় জীবনে শোকের ছায়া নেমে আসে। পালন করা হয় জাতীয় শোক দিবস। মাইলস্টোন স্কুলসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করে।

 
                   রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
                                                  রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
               
 
 
 
