সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জের কাজীপুর ও সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের পাটগ্রামে এবং বিকেলে হাটিকুমরুল-বনপাড়া সড়কের ভেংড়ী বাজারে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন–কাজীপুর উপজেলার গান্ধাইল উত্তরপাড়ার মৃত ছাবেদের ছেলে চান মিয়া (৬৫) ও তাড়াশ উপজেলার বোয়ালিয়া সরাবপুর গ্রামের ইমরুল ইসলামের স্ত্রী ফাতমা আক্তার (২৪)।
পুলিশ জানায়, সন্ধ্যায় সরকারি পাঠ্যপুস্তকবাহী একটি ট্রাক কাজীপুর উপজেলার পাটগ্রাম রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানের যাত্রী রাজমিস্ত্রি চান মিয়া (৬৫) নিহত হন। এ সময় ভ্যানচালক ও অন্য তিন যাত্রী আহত হন। স্থানীয়রা আহত চারজনকের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মাদ এনায়েতুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে বিকেলে ঢাকা থেকে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ভেংড়ী বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ফাতেমা আক্তার নিহত এবং চালক শামীম আহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ