ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বিএনপিকর্মীর
বাগেরহাটের মোংলায় ইজিবাইকের ধাক্কায় পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মাকসুদুর রহমান হারুন (৪৭) নিহত হয়েছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শ্রমিক সংঘের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাকসুদুর রহমান হারুন স্টিভেডরস কোম্পানি (শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান) আহমদ অ্যান্ড কোম্পানির ডেক ফোরম্যান (জাহাজী শ্রমিক) ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হারুন বিকেলে শহর থেকে কমলার মোড়ের বাড়িতে ফিরছিলেন। পথে শ্রমিক সংঘের সামনে পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে হারুন ছিটকে পাশের দেয়ালে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার মৌসুমি ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বলেন, ঘাতক ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

আবু হোসাইন সুমন, মোংলা