মাইলস্টোনে নিহত রজনীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত কুষ্টিয়ার দৌলতপুরের গৃহবধূ ও অভিভাবক রজনী ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিমানবাহিনী।
আজ শুক্রবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের সাদিপুর গ্রামে পৌঁছান বিমানবাহিনীর কর্মকর্তারা। প্রথমে তারা নিহত রজনীর ছেলে রোহান ইসলাম, মেয়ে ঝুমঝুম ইসলাম, স্বামী জহুরুল ইসলাম ও বাবা আব্দুল হামিদসহ আত্মীয়স্বজনদের সান্ত্বনা দিয়ে কুশল বিনিময় করেন। এরপর জুমার নামাজ শেষে দুপুর ২টায় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রজনীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
তখন বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে রজনীর কবরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।
এ সময় বিমানবাহিনীর উইং কমান্ডার কামরুল হাসান বারী উইং কমান্ডার মোনালিসা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, দৌলত থানার ওসি সোলায়মান শেখসহ মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।