জুলাই বিজয় মিছিলে অংশ নিয়ে আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ ইসলামী আন্দোলনের ব্যানারে আয়োজিত বিজয় মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগনেতা এসএম ইউসুফ (৬৫)। বুধবার (৬ আগস্ট) সকালে পৌর শহরের গোলাবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার এসএম ইউসুফ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানা যায়, গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পর গতকাল (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলনের ব্যানারে আয়োজিত বিজয় মিছিলে সামনের সারিতে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। বিষয়টি উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দেয়।
ইসলামী আন্দোলন মিছিলে অংশ নিলেও উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য সচিব রুহুল আমিন দাবি করেন, তিনি ( ইউসুফ) ইসলামী আন্দোলনের কেউ না। শুধুমাত্র চরমোনাই পীরের মুরিদ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আখতারুজ্জামান সরকার বলেন, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।