পাবনায় সেফটি ট্যাংকের শাটার খুলতে গিয়ে নিহত ২

পাবনার বেড়ায় সেফটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে দুজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেফটি ট্যাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেফটি ট্যাংকির নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে ঘটনাস্থলেই দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়। এঘটনায় আরও এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে।
নিহতরা হলেন—পৌর সদরের গাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) এবং এলাকার আব্দুল গফুরের ছেলে মস্তাকিন (২১)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে বরিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠানো হয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানিয়েছেন, এ ঘটনায় সেফটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে দুজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেড়া মডেল থানায় একটি ইউডি মামলা করা হবে।