নির্বিচারে মামলা দিয়ে জুলুম করবেন না : গোপালগঞ্জে ভিপি নুর
 
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রশাসনের উদ্দেশে বলেছেন, সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোনো ধরনের জুলুম করবেন না। আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুর বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদারসহ বহু গুণীজন এই মধুমতীর তীর বিধৌত গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন। তাই গোপালগঞ্জের সব মানুষকে খারাপ ভাবা ঠিক নয়। আমাদের সুযোগ ছিল, আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম, তাহলে শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম, শত সহস্র কোটি টাকার মালিক হতাম। কিন্তু আমরা আপস করিনি।
ধাপে ধাপে নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে নুর বলেন, রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং জনগণের প্রতিনিধিদের নেতা বানাতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নির্বাচন নয়। নতুন বন্দোবস্ত নিয়ে আলোচনা চলছে—যেখানে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হবে।
পথসভায় গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদারের সভাপতিত্বে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় অন্যদের মধ্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

 
                   মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
                                                  মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
               
 
 
 
