পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সরকার পরিচালনা কঠিন হবে : আসাদুজ্জামান রিপন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করতে পারবে না। আর সংখ্যাগরিষ্ঠ সরকার না থাকলে সরকারের স্থিতিহীনতা থাকবে। সকালে এক সরকার, বিকেলে এক সরকার—এমন পরিস্থিতি তৈরি হবে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালিরঅংক বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক নির্বাচনি পদযাত্রা শেষে পথসভায় এ কথা বলেন ড. আসাদুজ্জামান রিপন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশের মতো একটি দেশ যারা গণতন্ত্রের চর্চা এখন পর্যন্ত শক্তিশালী ভাবে করে না, সেই সব দেশে যদি পিআর পদ্ধতিতে বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয় এবং সংখ্যা লঘিষ্ঠ দলগুলোর কথা যদি বিএনপিকে মেনে নিতে হয় তাহলে বাংলাদেশে আগামী দিনে অনিবার্যভাবে দুর্যোগ নেমে আসবে। এখানে কোনো স্থায়ী সরকার থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংকটে পড়বে।
এর আগে বিকেলে উপজেলার মাওয়া চৌরাস্তা থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শুরু করেন ড. আসাদুজ্জামান রিপন এবং কয়েকটি পয়েন্টে বক্তব্য দেন তিনি।