কুয়েত প্রবাসীর সহায়তায় নতুন ভ্যান পেলেন রবিউল

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম নিজের ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে সম্প্রতি উপজেলার চত্বর থেকে তার ভ্যানটি চুরি হয়ে গেলে তিনি জীবনের একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে অসহায় হয়ে পড়েন।
ভ্যান চুরির এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে কুয়েত প্রবাসী মো. আমানুল্লাহ সোহাগের। বিদেশের মাটিতে থেকেও তিনি রবিউলের কষ্ট উপলব্ধি করে তাৎক্ষণিক সহায়তার সিদ্ধান্ত নেন। নিজের ব্যক্তিগত তহবিল থেকে একটি নতুন ইঞ্জিনচালিত ভ্যান তৈরি করে দেন তিনি।
প্রবাসী সোহাগ বলেন, রবিউলের ভ্যান চুরির খবর জানার পরপরই আমি সিদ্ধান্ত নিই তাকে একটি নতুন গাড়ি উপহার দেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুনের সঙ্গে যোগাযোগ করি এবং তার সম্মতিতেই গাড়িটি তৈরি করে দেই।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুনের উপস্থিতিতে রবিউলের হাতে নতুন ভ্যানটি তুলে দেওয়া হয়।
নতুন ভ্যান পেয়ে রবিউল আনন্দে আপ্লুত হয়ে বলেন, এই মহানুভবতার জন্য আমি কুয়েত প্রবাসী সোহাগ ভাই এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। এখন আমি আবার নিজের পায়ে দাঁড়াতে পারব।