পাথরঘাটায় সামান্য বাতাসেই ভেঙে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা, বিপর্যস্ত জনজীবন

বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎ সংকট এখন নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। আকাশে বিদ্যুৎ চমকানো কিংবা সামান্য বাতাসের গতিবৃদ্ধিতেই বিচ্ছিন্ন হয়ে যায় ভান্ডারিয়া গ্রিডের সঙ্গে সংযোগ। এতে থমকে যায় বিদ্যুৎ সরবরাহ। অকার্যকর হয়ে পড়ে নেটওয়ার্ক ব্যবস্থা।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকায় পুরো উপজেলার জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, হাসপাতাল, এমনকি প্রতিদিনের কাজেও পড়ছে নেতিবাচক প্রভাব। সবচেয়ে বড় সংকটে পড়েছে উপজেলার মৎস্য খাত। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিদ্যুৎ সমস্যার কারণে প্রায় অচল হয়ে পড়ছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা মাছ ও খাদ্যপণ্য নষ্ট হয়ে যাচ্ছে। সময়মতো বরফ তৈরি করতে না পারায় মাছ সংরক্ষণ ব্যাহত হচ্ছে। এতে শুধু মাছের গুণগত মানই কমছে না, আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে হাজারো জেলেকে। তাদের দাবি, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত একটি পূর্ণাঙ্গ বিদ্যুৎ গ্রিড স্থাপন করা প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীলরতন সরকার বলেন, বিদ্যুৎ না থাকার কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যথাযথ সেবা দিতে আমরা ব্যর্থ হচ্ছি। সকল প্রকার পরীক্ষার রিপোর্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া হাসপাতালে সংরক্ষিত ভ্যাকসিন নষ্ট হয়ে যাচ্ছে।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাথরঘাটা উপজেলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফ শাহরিয়ার ফাহাদ বলেন, পাথরঘাটার বিদ্যুৎ লাইনটি ভান্ডারিয়া গ্রিড থেকে ৬৬ কিলোমিটার দূরে হওয়ায় ওই পথে যেকোনো স্থানে সমস্যা দেখা দিলেই পুরো পাথরঘাটায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ লাইন হওয়ায় সমস্যা খুঁজে বের করতেও সময় বেশি লাগে।
আরিফ শাহরিয়ার ফাহাদ আরও জানান, বরগুনায় নতুন গ্রিড থেকে একটি সংযোগের অনুমোদন মিলেছে। এই লাইন চালু হলে পাথরঘাটার বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। তবে এটি চালু হতে এক বছরের বেশি সময় লাগবে।