বরগুনায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ১৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলার দুটি সংসদীয় আসনে দাখিল করা ১৮টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ তাছলিমা আক্তার এ ঘোষণা দেন। আসন দুটিতে সব মিলিয়ে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনে ৫ জন এবং বরগুনা-২ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বরগুনা-১ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- মো. নজরুল ইসলাম মোল্লা (বিএনপি), মো. অলি উল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জাহাঙ্গীর হোসাইন (খেলাফত মজলিস), মো. মুহিবুল্লাহ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মো. জামাল হোসাইন (জাতীয় পার্টি-জেপি)। অন্যদিকে ঋণের তথ্য গোপন করায় এই আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বরগুনা-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মনি (বিএনপি), মো. মিজানুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ডা. সুলতান আহমদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. রফিকুল ইসলাম (খেলাফত মজলিস), আব্দুল লতিফ ফরাজী (জাতীয় পার্টি), মো. সাব্বির আহমেদ (বাংলাদেশ কংগ্রেস), সৈয়দ মো. নাজেস আফরোজ (এনডিএম) এবং মো. কামরুজ্জামান লিটন (বাংলাদেশ জাতীয় পার্টি)।
এই আসনে বাতিল হওয়া ৪ প্রার্থীর মধ্যে আমজনতার দলের মো. আলাউদ্দিন আকাশ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার তথ্য গোপন করায় বাদ পড়েছেন। এছাড়া ঋণ খেলাপির দায়ে এনপিপি’র মো. সোলায়মান এবং প্রয়োজনীয় নথিপত্র ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. শামীম ও মো. রাশেদ উজ জামানের মনোনয়ন বাতিল করা হয়।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)