বাকৃবি শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ
ছয় দফা দাবি মেনে না নেওয়ায় দিনব্যাপী ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের জব্বারের মোড় এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। তখন থেকেই ধীরে ধীরে বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় জড়ো হতে থাকেন।
এর আগে গতকাল সোমবার বেলা ২টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যানসহ ছয় দফার আল্টিমেটাম দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ছয় দফা দাবি মেনে না নেওয়ায় আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো-
১. হল খালি করার নির্দেশনা প্রত্যাহার
২. আবাসিক হলের সব ধরনের সুবিধা সচল রাখা
৩. প্রক্টোরিয়াল বডির পদত্যাগ
৪. বহিরাগত হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা।
৫. হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের শাস্তি নিশ্চিত করা এবং
৬. একক কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোকে অবহেলা করছে।
ওই শিক্ষার্থী আরও বলেন, আমাদের ছয় দফা দাবি জানানো হলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরও কোনো সাড়া না পেয়ে আমরা বাধ্য হয়েছি রেলপথ অবরোধের মতো কঠিন কর্মসূচি নিতে।
অন্য এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিক। বহিরাগতদের হামলা, নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় আমরা ভীষণভাবে হতাশ হয়েছি। আমাদের ছয় দফা দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)