কালাইয়ে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন
জয়পুরহাটের কালাইয়ে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে এই ভ্রাম্যমাণ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সহযোগী আয়োজক হিসেবে আছেন মেট লাইফ ফাউন্ডেশন।
দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবেই এই ভ্রাম্যমাণ বইমেলা এবার অনুষ্ঠিত হচ্ছে কালাই উপজেলায়। বইমেলায় প্রতিটি বইয়ে রয়েছে ২৫% থেকে ৩৫% পর্যন্ত মূল্যছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, বই হচ্ছে জ্ঞান ও চেতনার আলো। গ্রামে-গঞ্জে ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন মানুষকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ইফতেকার রহমান, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, কৃষি অফিসার কৃষিবিদ হারুনূর রশিদ, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও বইপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে স্থাপন করা হয়েছে বইয়ের স্টল। চার দিনব্যাপী এই মেলায় সাহিত্য, ইতিহাস, মুক্তিযুদ্ধ, শিশুতোষ ও সমকালীন নানা বই পাঠকের আকর্ষণ কাড়ছে।

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)