গাজীপুরে বাসচাপায় নওগাঁর ডিবির ওসি নিহত

গাজীপুর শহরে পুলিশ লাইনসের সামনে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নওগাঁ জেলা ডিবি পলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান নিহত হয়েছেন। এ সময় তাঁর স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে।
নিহত ডিবির ওসি মোস্তাফিজ হাসান রাজশাহীর কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত স্ত্রী লতিফা জেসমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান জানান, তারা স্বামী-স্ত্রী পুলিশ লাইনসের সামনে নিজদের ব্যবহৃত প্রাইভেটকার রেখে রাস্তার অন্য পাশের দোকানে যান এবং সেখান থেকে রাস্তা পার হয়ে গাড়ির কাছে আসার সময় পথের সাথী নামে একটি বাস তাদের চাপা দেয়। এরপর তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন এবং আহত স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাসটির চালক সুমনকে আটক করেছে পুলিশ।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এনটিভি অনলাইনকে জানান, নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ রাজশাহীতে তার গ্রামের বাড়ি বিনোদপুর নেওয়া হবে।
নিহত মোস্তাফিজ হাসান গত ১৮ জুন নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন। তার গ্রামের বাড়ি রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায়। মোস্তাফিজ হাসান ২০০৭ সালে আউটসাইড ক্যাডেট উপপরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে মোস্তাফিজ হাসান বগুড়া জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।