নির্বাচিত সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে : আদিলুর
নির্বাচিত সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় আনন্দ শিপইয়ার্ডে ৫৫০০ ডেড ওয়েট টনের জাহাজ তুরস্কের কোম্পানির কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ মন্তব্য করেন।
আদিলুর রহমান খান বলেন, আমরা বিশ্বাস করি—বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এবং উৎসব মুখর হবে। নানা প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমরা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং সেই ভাবেই আমরা বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করব।
আদিলুর রহমান খান আরও বলেন, গণঅভ্যুত্থানের পর যে কাজটি আমরা শুরু করেছি বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে। গণঅভ্যুত্থানের পর একটা সরকারের জনগণের প্রত্যাশা পূরণে যে কাজগুলো করা দরকার তার অনেকখানি আমরা করতে পেরেছি।
আনন্দ শিপইয়ার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি। আজ অবধি তারা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্লায়েন্টদের কাছে ৩৫০টিরও বেশি জাহাজ সরবরাহ করেছে। ২০০৮ সালে আনন্দ শিপইয়ার্ড ডেনমার্কে কনটেইনার জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানির মাধ্যমে সমুদ্রগামী জাহাজ রপ্তানিকারক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে। তারপর থেকে জার্মানি, নরওয়ে, মোজাম্বিক, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এইসব জাহাজ রপ্তানি করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব এনডিসি নুরুজ্জামান, তুরস্কের কমার্শিয়াল কাউন্সিলর বেলাল বেলুয়েট, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান প্রমুখ।
ওয়েস ওয়্যার নামে ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রস্থ ও ২৫ ফুট গভীরতার জাহাজটি ২৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিন দ্বারা সজ্জিত এবং ১২ নট গতিতে ৫৫০০ টন কার্গো পরিবহণ করবে। স্টিল, কয়েল, কয়লা, সার, খাদ্যশস্যসহ বিভিন্ন মালামাল বহনে সক্ষম।