বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এএসবিআরএম স্টিল মিলের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় কারখানার সামনে এই বিক্ষোভ করে তারা।
বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়রা জানায়, কারখানা কর্তৃপক্ষের বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও শ্রমিকদের তিন মাসের বেতন পরিশোধ করা হয়নি। বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা দিতে ব্যর্থ হয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা টায়ার জ্বালিয়ে এবং বিদ্যুতের খুঁটি ফেলে মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানার মালিক আবুল কালাম বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকরাও শান্ত হয়ে চলে গেছেন।