দুর্ঘটনায় পথচারী আহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর ছয়দানা হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী আহত হওয়ার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
আজ বুধবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যান চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহানগরীর হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এক পথচারীকে একটি ট্রাক চাপা দেয়৷ এতে তার দুটি পা থেঁতলে যায়৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। এরপর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নেয়। এরপর মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার জেরে জনগণ মহাসড়ক অবরোধ করেছে। ওই মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।