আড়াই ঘণ্টা পর ফার্মগেটে যান চলাচল শুরু
ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এর ফলে ফার্মগেট-সংলগ্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়ে যান চলাচল। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়েন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের মূল ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। এরপর ফার্মেগেট মোড়ে অবস্থান নেন তাঁরা।
তেজগাঁও থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আশিক ইকবাল জানান, শিক্ষার্থীরা সকাল ১০টা ৩০ মিনিটে ফার্মগেট মোড় অবরোধ করেন। যান চলাচল বন্ধ থাকায় হাজারও মানুষ ভোগান্তিতে পড়েন। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮) কলেজটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের জেরে আহত হওয়ার পর গতকাল বুধবার দুপুরের দিকে ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রানার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হোস্টেল সুপার বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক