জাবি শিক্ষার্থীকে লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে পিটিয়ে নির্যাতনের ঘটনায় ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় আটকে পড়া যাত্রীরা দুর্ভোগে পড়েন।
সাভারে কর্তব্যরত সেনা সদস্যদের হাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাঞ্ছনার প্রতিবাদে সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে হল ছেড়ে সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটে অবস্থান নেন।
অভিযুক্ত সেনা সদস্যকে শাস্তির মুখোমুখি করা হবে- এমন আশ্বাসে অবরোধের ৪০ মিনিটের মাথায় শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান। এ সময় সমঝোতার জন্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী দুটি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করলে তাদেরকে লক্ষ্য করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত সেনা সদস্যদের হাতে নাজেহালের শিকার হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের এক শিক্ষার্থী। আহত অবস্থায় শরীরে আঘাতের চিহ্ন নিয়ে ওই শিক্ষার্থী ক্যাম্পাসে আসামাত্রই অন্য শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। এ সময় জড়িত সেনাসদস্যকে ক্ষমা প্রার্থনাপূর্বক তার শাস্তির দাবি জানান তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম জানান, সেনা সদস্যদের হাতে লাঞ্ছিত শিক্ষার্থীর বিষয়ে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ক্যাম্পাসে এসেছেন। তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, আশা করি বিষয়টি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হবে।

জাহিদুর রহমান