জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি সেলিম, সম্পাদক রুনু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো শামছুল আলম সেলিম সভাপতি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন কমিশনার অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ছালেহ আহাম্মাদ খান, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক মো. শাহাদাত হোসেন, অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন এবং অধ্যাপক নাসরীন সুলতানা। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. জাকির হোসেন, অধ্যাপক বোরহান উদ্দিন ও অধ্যাপক মোহাম্মদ রায়হান শরিফ।
সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক পদে মো. আল-আমিন খান কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সম্পাদক পদে অধ্যাপক আমিনুর রহমান খান, প্রচার সম্পাদক পদে এস এম মাহমুদুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভুইয়া, পরিবেশ ও গবেষণা সম্পাদক পদে অধ্যাপক মো. নজরুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে অধ্যাপক মো. আব্দুল হালিম এবং নারীবিষয়ক সম্পাদক অধ্যাপক শামছুন নাহার নির্বাচিত হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম, অধ্যাপক তাসলিমা নাহার, অধ্যাপক মোহাম্মদ এমাদুল হুদা, অধ্যাপক কে. এম. জাহিদুল ইসলাম, অধ্যাপক মাসুম শাহরিয়ার, অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক মো. গোলাম মোস্তফা, অধ্যাপক মোহা. তালিম হোসেন, অধ্যাপক নাহিদ আখতার, মিসেস কামরুন নেছা খন্দকার, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী এবং অধ্যাপক আবু ফয়েজ মো. আসলাম।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নির্বাচিত সভাপতি অধ্যাপক মো শামছুল আলম সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গঠন করা হয়েছে। আমরা অনেকেই নির্বাচনে অংশ নিয়েছিলাম। যারা জয়ী হয়েছে বা যারা নির্বাচনে হেরে গেছেন আমরা সবাই প্রতীজ্ঞাবদ্ধ যে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নতিতে ভূমিকা রাখব।

আকিব সুলতান অর্নব,জাবি প্রতিনিধি