আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে ফের নির্বাচন অফিস ঘেরাও
জাতীয় সংসদ নির্বাচনে কেটে নেওয়া আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে তৃতীয় দিনের মতো জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে রেখেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। যেকোনো মূল্যে আসন ফিরে পেতে চান আন্দোলনকারীরা এবং এ জন্য তারা উচ্চ আদালতে একটি রিটও করেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হন এবং প্রধান ফটক অবরোধ করে রাখেন। এর ফলে নির্বাচন অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানিয়েছেন, তাদের আজকের ঘেরাও কর্মসূচি দুপুর ১টায় শেষ হবে। এ সময় আসন পুনর্বহালের দাবিতে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক এম এ সালাম (বিএনপি নেতা), সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস আলী (জামায়াত নেতা), সরদার লিয়াকত আলী, মাওলানা রেজাউল করিম, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, মনজুরুল হক রাহাদ প্রমুখ।
কমিটির আহ্বায়ক এম এ সালাম জানান, আজকের কর্মসূচি শেষে তারা নতুন কর্মসূচির ঘোষণা দেবেন। এর আগে তারা তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করলেও দুর্গাপূজা ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে তা প্রত্যাহার করে নেন। নেতারা আশাবাদী, তারা আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।
গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় অর্ধশত বছর ধরে চলে আসা বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করেন। চারটি আসন বহাল রাখার দাবিতে তারা নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেন। কিন্তু ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু উপজেলার সীমানা পরিবর্তন করে তিনটি আসন বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে স্থানীয় জনগণের দাবি উপেক্ষা করায় বাগেরহাটে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলন শুরু হয়।

রবিউল ইসলাম, বাগেরহাট