চুরির অভিযোগে কুকুর লেলিয়ে যুবককে মধ্যযুগীয় নির্যাতন

চুরির অভিযোগে এক যুবককে আটক করে কুকুর দিয়ে কামড়ানোর এবং শারীরিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে এই ঘটনা ঘটে।
নির্যাতিত যুবক হলেন- চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের বাসিন্দা শ্রী জয় (৩২)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর তাকে কামড়াচ্ছে এবং কয়েকজন ব্যক্তি হাতে লাঠি নিয়ে তাকে বেধড়ক মারধর করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে অসহায় যুবকটি যন্ত্রণায় চিৎকার করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা এক চোরকে ধরার জন্য অপেক্ষা করছিল। শ্রী জয় যখন মিলের ভেতরে প্রবেশ করেন, তখন তাকে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে তাকে শারীরিক নির্যাতন করা হয়। ঘটনাটি সামনে আসার পর র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালায়। এই অভিযানে নির্যাতনের সঙ্গে জড়িত সন্দেহে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১ সিপিসি-২ এর মেজর সাদমান ইবনে আলম জানান, ঘটনাটির তদন্ত চলছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং যৌথ অভিযানের মাধ্যমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।