পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণ, প্রতিবাদে মনববন্ধন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে পানি নিষ্কাশনের পথ (সেতু) বন্ধ করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন স্থানীয় কৃষক ও গ্রামবাসী। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে হরগজ বাজার এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কৃষক ও গ্রামবাসী অভিযোগ করে বলেন, হরগজ মোড় থেকে বাজার সড়কের বালুর চর এলাকায় একটি সেতুর নিচে থাকা পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ গত বছরের ৫ আগস্ট রাতের আঁধারে প্রভাবশালী আনোয়ার, ফরিদ ও আলতাফের সহযোগিতায় বন্ধ করে দেওয়া হয়। তারা মাটি ফেলে সেখানে বসতবাড়ি নির্মাণ করছেন, যার ফলে সড়কের দুই পাশের বিস্তীর্ণ কৃষিজমি এখন জলাবদ্ধ। দ্রুত এই সমস্যার সমাধান না হলে সামনের রবি মৌসুমেও চাষাবাদ হুমকির মুখে পড়বে।
কৃষকদের দাবি, এই জলাবদ্ধতার কারণে ধান, ভুট্টা ও সবজির মতো গুরুত্বপূর্ণ ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষক সাইদুর রহমান জানান, তার একারই প্রায় ৫ লাখ টাকার ফসল নষ্ট হয়েছে।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, তারা এই বিষয়ে স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তারা প্রশাসনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন।
অভিযুক্ত জমির মালিক হানিফ আলী ও ঝর্ণা বেগম জানান, তারা নিজেদের কেনা জমিতেই মাটি ভরাট করেছেন। এ কাজে সহায়তাকারী ফরিদ দাবি করেন, একটি পক্ষ তাদের কাছে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে এই আন্দোলনের আয়োজন করেছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হোসেন বলেন, তিনি এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। তবে তিনি আশ্বাস দেন যে বিষয়টি তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।