ছাত্রলীগের সাবেক নেতা অজয় ও সাবেক কাউন্সিলর নার্গিস গ্রেপ্তার

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন। ছবি : এনটিভি
আওয়ামী লীগনেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমিপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
উপকমিশনার আরও জানান, একই এলাকা থেকে আওয়ামী লীগনেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।