রৌমারীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন মন্দির পরিদর্শন করেছেন জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও পূজার প্রস্তুতি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কর্নেল হাসানুর রহমান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। সবাই মিলেমিশে আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। পূজার সময় কোনো ধরনের অঘটন ঘটতে দেওয়া হবে না। বিজিবি, পুলিশ এবং প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে।
হাসানুর রহমান আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষাই করে না, জনগণের পাশে থেকেও কাজ করে। দেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সে জন্য বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সাহা জানান, প্রতি বছর পূজায় নিরাপত্তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকে। তবে এবার বিজিবি ও প্রশাসনের আশ্বাসে আমরা নিশ্চিন্ত। আমরা বিশ্বাস করি, পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস বলেন, মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসন ও বিজিবি আমাদের পাশে রয়েছে জেনে আমরা কৃতজ্ঞ।

মাসুদ পারভেজ, কুড়িগ্রাম (চর রাজিবপুর-রৌমারী)