২৫০ বছরের পুরোনো সন্ধ্যা নদীর ভাসমান ধান-চালের হাট

বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর ভাসমান ধান-চালের বাজারটি দেশের সবচেয়ে পুরোনো ধান-চালের হাট। প্রায় ২৫০ বছর ধরে টিকে রয়েছে ঐতিহ্যবাহী এই ভাসমান ধান-চালের হাট।
কুঠিয়াল শিল্প ও দেশীয় নানা ধরনের ধান-চালের জন্য বানারীপাড়া উপজেলা দেশব্যাপী পরিচিত।
যদিও কালের বিবর্তনে সময়ের সঙ্গে সঙ্গে মিল-কারখানা গড়ে ওঠায় এখন আর আগের মতো জৌলুস নেই এই হাটের। সপ্তাহে শনি ও মঙ্গলবার খুব সকাল থেকেই কেনাবেচা শুরু হয়। হাটের দিনগুলোতে সরগরম হয়ে ওঠে সন্ধ্যা নদীর বুক।
হাটের দিনে কয়েক হাজার মণ ধান চাল, কেনা-বেচা হয় এখানে। এখানকার ব্যবসায়ীরা বেশিরভাগই দক্ষিণাঞ্চলের। পটুয়াখালী, কলাপাড়া, জাহাজমারা, শাপলেজা, মঠবাড়িয়াসহ বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসে ধানচাল কেনা-বেচা করতে।
আগের দিনে কাঠের বড় বড় গয়না নৌকায় ধান-চাল নিয়ে আসা হলেও বর্তমানে ইঞ্জিনচালিত ট্রলারে পণ্য পরিবহণ করা হয়।
ব্যাপারীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধান সংগ্রহ করে স্থানীয় আড়তদারদের মাধ্যমে কুঠিয়ালদের কাছে বিক্রি করতেন। এসব ধান কুঠিয়ালরা কিনে নিয়ে সেদ্ধ করে, শুকিয়ে চাল বানিয়ে আবার হাটে বিক্রি করতে নিয়ে আসে।
এখনও এই হাটে আমন-ইরিসহ সব মৌসুমের মোটা ও চিকন জাতের সব ধরনের ধান-চাল পাওয়া যায়।