সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে আমীর খসরুর শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি’র সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল। ছবি : বিএনপি মিডিয়া সেল
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি’র সঙ্গে মধ্যাহ্ন ভোজ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বাসভবনে এই মধ্যাহ্ন ভোজ ও শুভেচ্ছা বিনিময় হয়।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শক কমিটির সদস্য ইসরাফিল খসরু।
এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।