শুক্রবার মধ্যরাত থেকে নদ-নদীতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

সরকার জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষার জন্য আজ শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে সারা দেশের নদীতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সময় নদী ও সমুদ্রে মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতসহ সব ধরনের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
জেলেরা জানান, মৌসুমের শুরুতে সমুদ্রে ইলিশ দেখা যায়নি। এরপর দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকার আরও কঠিন হয়ে ওঠে। বর্তমানে গভীর সমুদ্রে জেলের জালে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ধরা পড়ছে, যা জেলেদের মুখে আনন্দ ফিরিয়েছে। কিন্তু শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকায় তাদের আশা ম্লান হয়ে গেছে।
জেলেরা আরও জানান, এই সময় বেকার হয়ে পড়ার কারণে সরকারি সহায়তা তাদের জন্য জরুরি। তবে প্রকৃত জেলেরা এখনও পুরো সরকারি সহায়তা পাচ্ছেন না। এছাড়া ভারতীয় জেলেরা যেন এই সময়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করতে না পারে, সে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন জেলেরা।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সরকারি সহায়তা সঠিক জেলেদের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর মা ইলিশ সংরক্ষণের জন্য যথাযথ তদারকি করা হবে।
জেলা প্রশাসক মো. শহিদ উদ্দিন চৌধুরী জানান, পটুয়াখালীতে এক লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ৮০ হাজার ২০ জন। প্রজনন মৌসুমের ২২ দিনে ২৯ কেজি করে সরকারি ভিজিএফ সহায়তা পাবে ৬৫ হাজারের বেশি জেলে।