চাঁদপুরে মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে নৌ পুলিশ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর নৌ-সীমানার বিভিন্ন স্থানে লঞ্চ ও স্পিডবোটে টহল জোরদার করা হয়। অভিযানে জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারাও সার্বিক সহযোগিতা করেন।
চাঁদপুর নৌ-পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় চাঁদপুরসহ আশপাশের নদ-নদীতে পরিচালিত অভিযানে ৩৩ লাখ মিটার নিষিদ্ধ জাল, ২৫৭ কেজি ইলিশ মাছ এবং ৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ৭ জন জেলেকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এবং চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল।
জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, আমরা নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ একসাথে কাজ করছি। সবার সমন্বিত প্রচেষ্টায় সুন্দর মা ইলিশ রক্ষা অভিযান কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে চাঁদপুরের ইলিশের সুনাম অক্ষুণ্ন রাখা সম্ভব হবে এবং মা ইলিশ অবাধ বিচরণের মাধ্যমে প্রজননের সুযোগ পাবে।
নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আমরা সার্বক্ষণিক নদীতে টহল জোরদার করেছি এবং অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের এই বিশেষ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।