তেল পরিমাপে কারচুপি, ফিলিং স্টেশনকে অর্ধলাখ টাকা জরিমানা

কুমিল্লায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে মদিনা ফিলিং স্টেশনকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার নাজিরাবাজার এলাকার মদিনা ফিলিং স্টেশনের একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজসহ অন্যান্য কর্মকর্তারা।
বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে তেল পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।