বেনাপোলে স্বর্ণের ৯ বারসহ পাচারকারী আটক

বেনাপোলে ৯ স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। ছবি : এনটিভি অনলাইন
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ বেনাপোল থানার পুটখালী বিওপির সদস্যরা ১ কেজি ৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে পুটখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মনিরুজ্জামান (৩৭) যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির একটি টহল দল পুটখালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামানকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৯ গ্রাম।
খুরশীদ আনোয়ার আরও জানান, স্বর্ণের বারসহ আটক মনিরুজ্জামানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।