জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

ঝালকাঠির নলছিটি উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—জিরোপয়েন্ট এলাকার রাকিব সিকদার (৩৮), তার স্ত্রী ফাহিমা আক্তার (৩২), ছোট ভাই রাজিব সিকদার (৩৫), রাজিবের স্ত্রী সারমিন আক্তার (৩১) এবং তাদের শ্বশুর শহিদ হাওলাদার (৫৫)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাকিব সিকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার জানায়, দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় তাদের সাড়ে চার শতাংশ জমি নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য সুমন খন্দকার সোহেলের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। বিরোধীয় জমিতে রাকিবদের ঘর তোলা আছে এবং সোহেল মেম্বার দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করে আসছেন।
এই বিরোধের কারণে রাকিবের পরিবার আদালত থেকে জমিতে ১৪৪ ধারা জারি করে। বিষয়টি তদন্তের জন্য নলছিটি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বজলুর রশীদ বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থলে যান। সার্ভেয়ার সবকিছু দেখে চলে আসার পরপরই দুপুরে সোহেল মেম্বার তার লোকজনকে নিয়ে রাজিবের পরিবারের ওপর হামলা চালান। এতে একই পরিবারের পাঁচজন আহত হন।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য সুমন খন্দকার সোহেল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কোনো হামলা করিনি, তারা উল্টো আমাদের ওপর হামলা করেছে। এতে আমিও আহত হয়েছি।’
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ আলী বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এ ব্যাপারে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।