নলছিটিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুলভ্যান উপহার

ঝালকাঠির নলছিটিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে স্কুলভ্যান উপহার দেওয়া হয়েছে। উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত দপদপিয়া ইউনিয়ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের এ ভ্যানটি দেওয়া হয়।
শতাধিক শিক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে ঝালকাঠি জেলা পরিষদের অর্থায়নে তিন লাখ টাকা ব্যয়ে একটি স্কুলভ্যান কেনা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক দপদপিয়া ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভ, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রধান অতিথি ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে সরকার ও সমাজের সকলের যৌথ উদ্যোগ প্রয়োজন। এই স্কুলভ্যান তাদের বিদ্যালয়ে নিয়মিত আসা-যাওয়া আরও সহজ করবে।