গাজীপুরে খাবার হোটেলে আগুন

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকার ‘নাম্বার ওয়ান রেস্তোরাঁ’ নামের একটি খাবার হোটেলে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা নিজ উদ্যোগে নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় হোটেলটি বন্ধ ছিল, ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মামুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।