‘আ.লীগ না থাকলেও টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ বঞ্চিত হবে না’

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী নিজ এলাকার জনগণকে আশ্বস্ত করে বলেছেন, আওয়ামী লীগ সরকার না থাকলেও টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষজন কোনোভাবেই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জিলানী এ মন্তব্য করেন।
এসএম জিলানী বলেন, এই এলাকার প্রতিটি মানুষের নাগরিক অধিকার রয়েছে। আমি এই ধারণা ভুল প্রমাণ করতে চাই যে, আওয়ামী লীগ না থাকলে কেউ চাকরি পাবে না বা ভোট দেবে না। যখন আওয়ামী লীগ থাকবে না তখন আমি এলাকার মানুষের পাশে থেকে কাজ করবো, এই বিশ্বাস নিয়ে বিএনপির রাজনীতি করেছিলাম।
স্বেচ্ছাসেবক দলের এই নেতা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, টুঙ্গিপাড়ার সন্তান হয়েও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে আমি বহু বছর বাড়িতে থাকতে পারিনি এবং আমার বিরুদ্ধে ১৬৭টি মামলা হয়েছে। এরপরও আমি যখনই সুযোগ পেয়েছি, এলাকার মানুষের জন্য কাজ করেছি।
জিলানী বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমার রাজনীতি করা সার্থক হবে। প্রতিহিংসার রাজনীতির দিন শেষ, এখন সম্প্রীতির বাংলাদেশ।
টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি সহ-অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পাটগাতী বাজারের পৌর মার্কেটে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের। এছাড়াও স্থানীয় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।