ফরিদপুরে মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৮

ফরিদপুরের সালথায় মসজিদের নিয়ন্ত্রণ ও চাবি চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮ ব্যক্তি আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে ইমরান মাতুব্বরের সমর্থকেরা স্থানীয় মসজিদের ইমাম মৌলভী হেমায়েত হোসেনের সমর্থকদের কাছে মসজিদের চাবি চাইতে গেলে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে নিজেদের গ্রাম্য দলের শক্তি জানান দিতে উভয় গ্রুপের শতশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, সরকি, টেঁটা ও ইটের টুকরো নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৮টা থেকে বেলা ৯টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। পরে এ সংঘর্ষে আশপাশের কয়েক গ্রামের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অংশ নেয়। এ সময় উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বড় বাহিরদিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।