পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ী ছিনতাই, ২ পুলিশ আহত

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক এসআইসহ দুজন আহত হয়েছেন। পরে হামলাকারীদের মধ্যে চারজনকে আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ পৌর এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালায়। এ সময় লিটন মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
পুলিশ যখন তাকে থানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন লিটনের পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার চারজনকে আটক করেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।