নোবেল বিজয়ী মারিয়া মাচাদোকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য সাহসী লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (১০ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মারিয়া কোরিনা মাচাদোকে পাঠানো অভিনন্দন বার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার দৃঢ়তা ও সাহসিকতার প্রশংসা করেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘মারিয়া কোরিনা মাচাদো তার প্রিয় ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য সাহসী লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, মাচাদো অবিচল সংকল্প নিয়ে নিপীড়নের মোকাবিলা করেছেন এবং তার দেশ ও জনগণের জন্য একটি মুক্ত ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের প্রতি তার প্রতিশ্রুতি থেকে কখনো সরে আসেননি।
অধ্যাপক ইউনূস নোবেল কমিটির বক্তব্য উদ্ধৃত করে বলেন, “নোবেল কমিটি যথার্থই বলেছে : ‘গণতন্ত্র নির্ভর করে সেইসব মানুষের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করে, যারা চরম ঝুঁকি সত্ত্বেও এগিয়ে আসতে সাহস করে এবং যারা আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কখনই সহজে পাওয়া যায় না, বরং সর্বদা শব্দ, সাহস এবং সংকল্পের মাধ্যমে রক্ষা করতে হয়’।”
অধ্যাপক ইউনূস তার বার্তায় আরও বলেন, মারিয়া মাচাদো একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখার সাহস করেছেন এবং তা বাস্তবায়নে ক্লান্তিহীনভাবে কাজ করছেন।