মগবাজারে ওয়াটারফল মেকওভারের উদ্বোধন

নারীদের রূপচর্চা ও সৌন্দর্য সেবার লক্ষ্যে পথচলা শুরু করল ওয়াটারফল মেকওভার বিউটি পার্লার।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বড় মগবাজারে পুনাক ভবনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই পার্লারের উদ্বোধন হয়েছে। কেক কেটে আনুষ্ঠানিকভাবে পার্লারটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি মিসেস আফরোজা হেলেন। এতে উপস্থিত ছিলেন পুনাকের সদস্যসহ সৌন্দর্যপ্রেমী নারীরা।
উদ্বোধন অনুষ্ঠানে মিসেস আফরোজা হেলেন বলেন, আমাদের স্বপ্ন ছিল এমন এক বিউটি পার্লার তৈরি করা, যেখানে প্রতিটি নারী নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। ওয়াটারফল মেকওভার শুধু একটি বিউটি পার্লার নয়, এটি একটি রূপ ও আত্মবিশ্বাসের যাত্রা।
নারীদের জন্য আমাদের এই পার্লার সম্পূণ নিরাপদ জানিয়ে তিনি বলেন, এখানের দক্ষ বিউটিশিয়ান দ্বারা সেবা দেওয়া হবে। সবধরনের রূপচর্চায় খুবই অভিজ্ঞ তারা। সপ্তাহের সাতদিনই এখানে সেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানে নারীদের সৌন্দর্যচর্চায় নতুন মাত্রা যোগ করতে ওয়াটারফল মেকওভারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সৌন্দর্যপ্রেমী অতিথিরা।
ওয়াটারফল মেকওভার বিউটি পার্লার এ থাকছে বেসিক ফেসিয়াল, স্কিন ট্রিটমেন্ট, মেনিকিওর এন্ড পেডিকিওর, হেয়ার কাটা এন্ড ট্রিটমেন্ট, পার্টি মেকআপ, বিয়ের সাজসহ নানা ধরনের রূপচর্চার সেবা। পার্লার কর্তৃপক্ষ জানায়, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত বিউটিশিয়ানদের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়া তাদের প্রধান লক্ষ্য।