ত্বকের যত্নে অলিভ অয়েল কীভাবে মাখবেন?
অনেকে চুলের যত্নে নারকেল তেল, আর শরীরে মাখার জন্য সরিষার তেল ব্যবহার করেন। তেল যা-ই হোক না কেন, সেটি মাখা জরুরি। তবে ত্বকের যত্নে আরও একটি তেল পরিচিত, সেটি হলো অলিভ অয়েল। সরিষার তেল যারা মাখতে চান না, তারাই ভরসা রাখতে পারেন অলিভ অয়েলে। ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন এই তেল? চলুন জেনে নেওয়া যাক।
ক্লিনজার
এই তেলটি কিন্তু ক্লিনজার হিসেবেও কাজ করে। মুখ মেকআপ থাকলে তেল নিয়ে আলতো মালিশ করুন। তারপরে তুলা দিয়ে টান দিলেই মেকআপ ও ময়লা উঠে আসবে। অলিভ অয়েল সারা গায়ে মালিশ করে নিন। তারপরে গরম পানিতে নরম একটি কাপড় ভিজিয়ে ভালো করে নিংড়ে নিন। সেই কাপড় দিয়ে গা মুছে নিন। ত্বক পরিষ্কার হয়ে যাবে।
বলিরেখা দূর হবে কীভাবে?
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুখের মাংসপেশির স্থিতিস্থাপকতা কমে যায়। ত্বক টানটান রাখতে ক্রিয়াশীল কোলাজেন নামক প্রোটিনের মাত্রাও কমতে থাকায় ত্বক শিথিল হয়ে যায়, বলিরেখা পড়ে। এমন ত্বকের জন্য বিশেষ উপকারী হয়ে উঠতে পারে অলিভ অয়েল। একটি বাটিতে অলিভ অয়েল নিয়ে গরম পানিতে বসিয়ে রাখলেই তেল হালকা গরম হবে। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর তেলটি মুখে ভাল করে ম্যাসাজ করতে হবে। ফেসিয়াল ম্যাসাজের ধাপগুলো অনুসরণ করতে পারলে ভালো হয়। নিয়ম করে তেল ম্যাসাজ করে ঘুমালে ধীরে ধীরে বার্ধক্যের ছাপ কাটিয়ে চামড়া টানটান হয়ে উঠবে।
কালচে ছোপ দূর করবে
রোদের তাপে ত্বক কালো হয়ে যায়। মুখে কালচে ভাব চলে আসে। আর কালচে ভাব তুলতে হলুদ খুব উপকারী। এতে থাকা কারকিউমিন শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। এক টেবিল চামচ কাঁচা হলুদের সঙ্গে ৫ টেবিল টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং সারা গায়ে মাখতে পারেন। সামিয়কভাবে গায়ের রঙ হলুদ হয়ে যাবে সত্যি, তবে তা উঠেও যাবে। এইভাবে সপ্তাহে এক বা দু’দিন তেল মালিশ করলে ত্বক উজ্জ্বল হবে।
মুখে ফিরবে ঔজ্জ্বল্য
বেসন ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার। এক টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ গোলাপজল দিয়ে গুলে নিন। এতে যোগ করুন কয়েক ফোঁটা অলিভে অয়েল। মুখে ম্যাসাজ করে মিনিট পাঁচেক রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখ সজীব দেখাবে।
শুষ্ক ত্বক মসৃণ হবে
যাদের ত্বকের ধরন ভীষণ শুষ্ক, তাদের জন্য এই প্যাকটি ভালো। এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরে এটি ভালো করে মালিশ করতে হবে। মিনিট পাঁচেক রেখে পানি দিয়ে ধুয়ে নিন বা ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে ধীরে ধীরে শুষ্ক ভাব উধাও হবে।

ফিচার ডেস্ক