দুর্গোৎসবে প্রায় ৭০০ অপ্রীতিকর ঘটনা ঘটেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের শারদীয় দুর্গোৎসবে প্রায় ৭০০ স্থানে ধর্মীয় অবমাননাসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জিডি হয়েছে উল্লেখ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ধর্মীয় বিদ্বেষ এবং সম্প্রদায়িকতা বিনষ্টে অসুরের মুখে যারা দাড়ি লাগিয়েছে, তাদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
স্বররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে কিছু ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের সঙ্গে সুপার ফ্যাসিস্ট ইনটেলেকচুয়ালও জড়িত রয়েছে। তারাও এটাতে ইন্ধন দিয়েছে।
এ সময় অশুভ চক্রের তৎপরতা সম্পর্কে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের চেয়েঅনেক উন্নতি হয়েছে। আগামীতে আরও উন্নতি হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ঢাকার পুলিশ সুপার আনিসুজ্জামান প্রমূখ।