মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনাকর্মকর্তা হেফাজতে : সেনাসদর

গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে ডিজিএএফআইসহ সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা পায়নি সেনাবাহিনী। সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) সেনাসদরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, অভিযুক্ত ২৫ জন সেনা কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরে রয়েছেন। ইতোমধ্যে অবসরপ্রাপ্ত একজন ছাড়াও চাকরিরত ১৫ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে।
আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত বুধবার ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর মধ্যে রয়েছে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৭ জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের মামলায় ১৩ জন আসামি।