জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন, পানিবন্দি হাজারো পরিবার

গাজীপুরের শ্রীপুরে টানা বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় কয়েক হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন গ্রামের হাজারো বসতবাড়ি, শিল্প-কারখানা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিশাল অংশ। অপরিকল্পিত নগরায়ন ও যত্রতত্র খাল ভরাট করার কারণে পানি সঞ্চালন লাইন বন্ধ হয়ে যাওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে, উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের অধিকাংশ এলাকার বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। এই এলাকায় খাবার ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মুলাইদ গ্রামের প্যারাডাইস স্পিনিং মিলস, পিনসিল লিমিটেডসহ বিভিন্ন শিল্প-কারখানা পানিতে ডুবে গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় এক কিলোমিটার অংশ পানির নিচে থাকায় বিভিন্ন পরিবহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। হাজার হাজার শ্রমিক ও পথচারী অসহনীয় ভোগান্তি নিয়ে যাতায়াত করছেন। শ্রীপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডের লিচুবাগান এলাকার প্যারামাউন্ড টেক্সটাইল, ইউর ফ্যাশন, পিলোসিট টেক্সটাইল সহ আশপাশের বসতবাড়ি ও দোকানপাটও পানিতে তলিয়ে গেছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ জানান, কয়েক দিনের ভারী বৃষ্টিতে বসতবাড়ি তলিয়ে গেছে এবং কয়েকটি স্থানে পানি সঞ্চালন লাইনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আগামীকাল রোববার এক্সকাভেটরের মাধ্যমে যেসব স্থানে পানি নিষ্কাশনের পথে বাঁধা তৈরি হয়েছে, সেগুলো খুলে দেওয়া হবে।