ময়মনসিংহে শিগগিরই বাস চলাচল স্বাভাবিক না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ময়মনসিংহসহ ছয় জেলায় রাত ৮টার মধ্যে বাস চলাচল স্বাভাবিক না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শহীদ ও আহত সেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ বিভাগের সমন্বয়করা।
আজ রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ প্রেসক্লাবে বাস সিন্ডিকেটবিরোধী জরুরি সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
সাধারণ যাত্রীদের দুর্ভোগ বন্ধ এবং বাস চলাচল স্বাভাবিক করার জন্য প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়েছে সংবাদ সম্মেলনে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় শহীদ ও আহত সেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল নূর মো. আয়াস।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ময়মনসিংহে বাস চলাচলে অসংখ্য অনিয়ম ও সিন্ডিকেটজনিত সমস্যা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নির্দেশে কয়েকজন বাস মালিক বিকল্প কর্মসূচি ঘোষণা করে বাস চলাচল বন্ধ রেখেছেন। এতে সাধারণ যাত্রী ও জনগণ বড় ধরনের দুর্ভোগে পড়েছে। এই ধরনের সিন্ডিকেটজনিত কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে ময়মনসিংহবাসীর যাতায়াত ও দৈনন্দিন জীবন ব্যাহত করছে। তাই সাংবাদিকদের সহযোগিতায় দ্রুত সমস্যার সমাধান এবং স্বাভাবিক পরিবহণ ব্যবস্থা পুনঃস্থাপনের দাবি জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ রিদওয়ান হোসেন সাগরের বাবা আসাদুজামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান সুলতান মুগ্ধ, সাবেক যুগ্ম সদস্য সচিব আরিফ হাসান তমাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননেতা মো. সাইফ চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের কোনো বাস ময়মনসিংহে চলতে পারবে না এবং যারা সিন্ডিকেট চালাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনাসহ সাত দফা দাবি জানানো হয়েছে।
দাবিগুলো হলো, ময়মনসিংহে উন্নত মানের বাসের ব্যবস্থা করতে হবে এবং সিন্ডিকেট ভাঙতে হবে, ধর্মীয় অনুষ্ঠান বা সরকারি ছুটিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে, বাস শ্রমিকদের চিকিৎসা, সাপ্তাহিক ছুটি এবং জীবনমানের সুযোগ নিশ্চিত করতে হবে, শ্রমিকদের জন্য প্রতিটি জেলায় রাত যাপন ও বিশ্রামের জন্য বিশ্রামাগার তৈরি করতে হবে, রাত ৮টার মধ্যে ময়মনসিংহ বিভাগের পাঁচটি জেলা থেকে ঢাকা যাওয়ার সব বাস স্বাভাবিকভাবে চলাচল করতে হবে। অন্যথায় মোটর মালিক সমিতির পদধারী নেতাদের ময়মনসিংহ বিভাগ থেকে অব্যাহতি ঘোষণা করা হবে, বাস চলাচল স্বাভাবিক করতে আগামীকাল সকাল ৮টার মধ্যে ঢাকা বিভাগের বাইরে থেকে বাস এনে পরিবহণ চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।