শ্বশুরবাড়ি থেকে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সারমিন মৌসুমি কেকার (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোড টাউন হলের সামনে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মাজেদ জানান, সরকারি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রুমের ভিতর কেকার মরদেহ পড়ে থাকতে দেখে। শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই টুটুল অভিযোগ করে বলেন, কেকাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী লিটু ও শ্বশুরবাড়ির লোকজন। মৃত্যুর পর তারা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছে। তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, লিটু রুমের সামনে রামদা হাতে বসে আছে এবং কাউকে ভেতরে যেতে দিচ্ছিল না।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সদর রোড এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।