মিরপুরে অগ্নিকাণ্ড : ৩ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি গার্মেন্টস ও একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।
ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, ‘আমাদের এখানে তিনজনকে আনা হয়েছে। তাদের শরীরে দগ্ধের পরিমাণ যদিও কম, তবে অন্য ইনজুরি আছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ ও আহতদের যেকোনো ধরনের চিকিৎসাসেবা দিতে পুরো হাসপাতাল প্রস্তুত রয়েছে।’
এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সাততলা একটি গার্মেন্টসের চারতলায় আগুন লাগে। সেখান থেকে কেমিক্যাল গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ফায়ার সার্ভিসের সদস্যরা চার ঘণ্টা ধরে চেষ্টা করেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এনটিভি অনলাইনকে বলেন, ‘বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে পর্যায়ক্রমে আরও সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’
ডিউটি অফিসার আরও বলেন, ‘পাশাপাশি দুটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে। একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাততলা বিশিষ্ট। এর চারতলায় আগুন লেগেছে। আমরা পোশাক কারখানার আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ এখনও চলছে।’