সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। এ তালিকায় দশম অবস্থান থেকে ছিটকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়েও ছয় ধাপ পিছিয়ে ১০০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৮টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এর আগে চলতি বছরের (২০২৫ সালের) জুলাই মাসে বাংলাদেশের পাসপোর্ট ৯৬তম স্থানে ছিল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর সর্বশেষ তালিকায় এই তথ্য উঠে এসেছে।
তালিকায় প্রথম অবস্থানে থাকা সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ পান।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার দক্ষিণ কোরিয়া ও তৃতীয় অবস্থানে রয়েছে জাপান। ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ– জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন, সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম অবস্থান রয়েছে।
অন্যদিকে ইউরোপীয় দেশ অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্যান্স, ইতালি, নেদারল্যান্ডস যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। যুক্তরাজ্য এই তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে। আর যুক্তরাষ্ট্রের অবস্থান ১২তম স্থানে।