স্বপ্ন ছোঁয়ার আগেই লিভার সিরোসিসে আক্রান্ত শাহীন: বাঁচতে চায় এক মেধাবী প্রাণ
জীবন যখন ডানা মেলার কথা, ঠিক তখনই ঘোর অমানিশা নেমে এসেছে মো. শাহীনের জীবনে। কবি নজরুল সরকারি কলেজ থেকে সদ্য মাস্টার্স শেষ করা এই যুবক যখন পরিবারের হাল ধরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তার শরীরে বাসা বাঁধে মরণব্যাধি লিভার সিরোসিস। বর্তমানে তার লিভারের ৮৬ শতাংশই ক্ষতিগ্রস্ত।
চিকিৎসার ব্যয় মেটাতে নিঃস্ব পরিবার ২০১৯ সাল থেকে শাহীন এই মরণব্যাধির সঙ্গে লড়াই করছেন। ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ/পিজি হাসপাতাল) চিকিৎসাধীন। নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান শাহীনের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ইতোমধ্যে তার পরিবার স্থাবর-অস্থাবর সব সম্পদ বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে।
থামতে বসেছে চিকিৎসার চাকা চিকিৎসকরা জানিয়েছেন, শাহীনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। তাকে সুস্থ করে তুলতে নিয়মিত নিবিড় চিকিৎসা এবং অত্যন্ত ব্যয়বহুল ওষুধের প্রয়োজন। কিন্তু অর্থাভাবে বর্তমানে তার নিয়মিত চিকিৎসা ও ওষুধ কেনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিবার সূত্রে জানানো হয়েছে, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে শাহীনকে সুস্থ করে তোলা সম্ভব।
সহযোগিতার আকুল আবেদন নিজের স্বপ্ন আর পরিবারের আশা বাঁচিয়ে রাখতে শাহীন ও তার পরিবার সমাজের বিত্তবান, মানবিক মানুষ এবং প্রবাসী ভাই-বোনদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। এক মেধাবী যুবকের প্রাণ বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে অনেক বড় অবলম্বন।
সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ (পার্সোনাল): ০১৬১২৯৪০৫৫২
•ব্যাংক অ্যাকাউন্ট: সাউথইস্ট ব্যাংক, ইসলামপুর ব্রাঞ্চ।
•অ্যাকাউন্ট নম্বর: ০০৬৬১২১০০০০১৬৭০

এনটিভি অনলাইন ডেস্ক